মানিকগঞ্জে গতকাল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এতে নেতৃত্ব দেন। এ সময় সদর উপজেলার দুইটি ও সিংগাইরে একটি অবৈধ ইটভাটার একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সদর উপজেলার অ্যামিকা ব্রিকসকে ৩ লাখ ও একতা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।