লক্ষ্মীপুরে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল লক্ষ্মীপুর পৌর শহরের পিটিআই মোড়ে রাকিব আইস ফ্যাক্টরির মালিক আমির হোসেনকে এ জরিমানা করা হয়। ভেজাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেনাবাহিনী ও আনসারের সহযোগিতায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ভোক্তার লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।