রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকার কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের গ সার্কেলের সহকারী এএসপি মেহেদী ইসলাম জানান, ৯৯৯ এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।