দিনাজপুরের বাগানে বাগানে লিচুর মুকুল ম ম গন্ধ ছড়াচ্ছে। জেলায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে এবার রয়েছে লিচু বাগান। এসব বাগানে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন মৌ-খামারিরা। দিনাজপুরের লিচু বাগানে তারা স্থাপন করেছেন দেড় হাজারের মতো মৌ-বক্স। এবার দিনাজপুরের লিচুর মুকুল থেকে প্রায় ১০০ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে জানান খামারিরা। ব্যাপক ফুল থাকায় মধু উৎপাদন রেকর্ড ছুঁতে পারে। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
দিনাজপুর সদরের মাসিমপুর, কিষান বাজার, শেখপুরা, উলিপুর, পাঁচবাড়ী, বিরলের মাধবাটি, ঝুকুরঝাড়ি, কাশিডাঙ্গা, খানসামার সনকা, কাঁচিনিয়া, বীরগঞ্জের গোপালগঞ্জ, চিরিরবন্দরের মাদারগঞ্জ, পার্বতীপুরের আমবাড়ি, ফুলবাড়ি উপজেলাসহ লিচু বাগানগুলোতে চলছে মধু আহরণ উৎসব। আবহাওয়া ভালো থাকলে সাড়ে ৪ থেকে ৪ হাজার টন মধু উৎপাদন হবে দিনাজপুরে। যার বর্তমান বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি। লিচু মধু পাইকারি বাজারে প্রতি মণ সাড়ে ১২ থেকে ১৪ হাজারে বিক্রি হচ্ছে।