পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে ৩০ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন। জেলা শহরের মজমপুর গেট থেকে বটতৈল মোড় ও ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে গতকাল ৬ হাজার চারা রোপণ শুরু করেছেন তারা। বেলা ১১টার দিকে বিভিন্ন জাতের সৌন্দর্য্য বর্ধক গাছ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কুষ্টিয়া বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মকান্ডে অংশ নেন সংগঠনটির অর্ধশতাধিক কর্মী। জাকির হোসেন সরকার জানান, ঈদের আগেই আমরা ৪-৫ কিলোমিটার সড়কে গাছ রোপণ শেষ করতে চাই। তিনি বলেন, আমরা সড়কের আইল্যান্ডে শুধু সৌন্দর্য্য বর্ধক গাছ রোপণ করছি। জেলার অন্যান্য এলাকা কিংবা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছ লাগানো হবে। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে সংগঠনের ৯ শতাধিক কর্মী প্রতি শুক্রবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।