অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে দিনাজপুরের ঘোড়াঘাটে দুজনকে তিন দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।
তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়াঘাট উপজেলার পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর শালিকাদহ এলাকা থেকে ট্রাক্টর দিয়ে অনুমোদনহীন বালু উত্তোলন ও পরিবহন করছিলেন শ্রমিক শ্রী পল্লব কুমার (২৪) ও শাহিদ হোসেন (২০)। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।