টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নামমাত্র মূল্যে (১০ টাকায়) ইফতারি বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন’। রমজান মাসজুড়ে জেলা শহরের বিভিন্ন স্থানে ৭০ টাকার ইফতারসামগ্রী ১০ টাকায় বিক্রি করছে সংগঠনটি। ইফতারিতে রয়েছে খেজুর, মুড়ি, ছোলা, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি ও এক বোতল খাবার পানি। এমন উদ্যোগে খুশি খেটে খাওয়া মানুষ। ১০ টাকায় ইফতারি পেয়ে উচ্ছ্বসিত বস্তির মর্জিনা বেগম।
তিনি বলেন, ‘গরিব হওয়ায় ভালোমন্দ ইফতারি করতে পারি না। ১০ টাকায় ইফতারি কিনেছি আজ। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।’
ভিক্ষুক আসলাম মিয়া বলেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী। ঠিকমতো ইফতার করা হয় না। এত খাবার ১০ টাকায় কিন্যা খুব খুশি আমি।’