সোনারগাঁয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মোফাজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রবিবার রাতে উপজেলার সাদিপুর চোত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোফাজ্জল থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি চোত্রাপাশা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি। অভিযোগসূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় মাগরিব নামাজ শেষে চোত্রাপাশা খেজুরতলা দোকানে গেলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। সোনারগাঁ থানার ওসি আবদুল বারী জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।