সিরাজগঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রায়গঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, অনুমোদন ছাড়া ইটভাটা চালানো ও পরিবেশ দূষণের দায়ে মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ব্রিকসের চিমনি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন ধারা লঙ্ঘন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে মেসার্স খান ব্রিকসকে ৫ লাখ ও মেসার্স খন্দকার ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।