চিরিরবন্দরে এক ইটভাটা ভেঙে সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল উপজেলার মধুহাড়ি এলাকায় আরএ ইটভাটায় এ ঘটনা ঘটে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া বলেন, ছাড়পত্র না থাকায় ইটভাটাটি ভেঙে পানি দিয়ে চুলা নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা বলেন, হাই কোর্টের আদেশে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভাটাটি ভেঙে বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়েছে।