সুজানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জামায়াত নেতা-কর্মীদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। আরিফ শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার চর সুজানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামায়াত নেতা ওয়ালী উল্লাহ সুজানগর থানায় এ মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াত নেতা। একজনকে গ্রেপ্তার করে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।