মিঠামইন উপজেলা যুবদল আহ্বায়ক ইমরান হোসাইন জেরি নৌশাদকে লাঠিপেটার অভিযোগ উঠেছে জিয়া পরিষদ এবং প্রজন্মদলের দুই নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসে। অভিযুক্তরা হলেন- মো. সজীব ও টুটুল শিকদার। টুটুল উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং সজীব জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ টুটুল ও সজীবের নেতৃত্বে ৮-১০ জন নৌশাদকে লাঠি দিয়ে পিটাতে থাকেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টুটুল জানান, বৃহস্পতিবার বিকালে ব্যবসায়িক বিষয় নিয়ে নৌশাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টুটুলকে লাথি মারেন নৌশাদ। পরে টুটুল ও তার লোকজন নৌশাদকে লাঠিপেটা করেন। টুটুলকে লাথি মারার অভিযোগ অস্বীকার করেছেন নৌশাদ। সুস্থ হয়ে থানায় অভিযোগ দেবেন জানান তিনি। মিঠামইন থানার ওসি জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।