সৌদি আরব যাচ্ছে ছেলে। তাকে বিমানে উঠিয়ে বিদায় জানাতে সঙ্গে ঢাকায় যান বাবা। সন্তানকে বিদায় জানানোর আগেই আগুন কেড়ে নিল তার প্রাণ। নিহত শহিদুল ইসলাম মিরনের বাড়ি পিরোজপুরের দারুলহুদা গ্রামে। রাজধানীর শাহজাদপুরে ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তার। ভান্ডারিয়া থেকে গত রবিবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। পরদিন সকালে শাহজাদপুরে আবাসিক হোটেল সৌদিয়ায় উঠেছিলেন বাবা-ছেলে।
দুপুরে ওই হোটেলের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। চতুর্থ তলার ৪০২ নম্বর কক্ষে অবস্থান করছিলেন শহিদুল ইসলাম মিরন, তার ছেলে মুনিম জোমাদ্দার ও তার শ্যালক হিরন তালুকদার। আগুন লাগার কিছু সময় আগে মুনিম ও হিরন কাজের জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তারা হোটেলের সামনে এসে আগুন জ্বলতে দেখে মিরনকে ফোন দেন। তিনি বলেন, চারদিক শুধু ধোঁয়া অন্ধকার। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। এই ছিল বাবার সঙ্গে ছেলের শেষ কথা। পরে তারা জানতে পারেন মিরন মারা গেছেন। যথাযথ প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে মিরনের লাশ গ্রামের বাড়িতে এসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মর্মান্তিক এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।