জয়পুরহাটে বাণিজ্যিকভাবে হচ্ছে স্ট্রবেরি চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় গত বছরের চেয়ে এবার বেড়েছে এ ফলের আবাদ। জেলার চাহিদা মিটিয়ে এখানকার স্ট্রবেরি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ বছর বেশকিছু বাগানে দেখা দিয়েছে পোকার আক্রমণ। বারবার ওষুধ ছিটিয়েও লাভ হচ্ছে না জানান কৃষকরা। জেলা কৃষি অফিস বলছে, কৃষকদের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ীসহ আশপাশের কয়েক গ্রামে স্ট্রবেরি চাষ করেছেন কৃষকরা। গ্রামগুলো পরিচিতি পেয়েছে ‘স্ট্রবেরি ভিলেজ’ হিসেবে। ইতোমধ্যেই আসতে শুরু করেছে ফলন। দাম ভালো পেলেও বেশকিছু জমিতে পোকা আক্রমণ করেছে। এতে দুশ্চিতায় পড়েছেন কৃষকরা। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে জেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। এ ফল জমি থেকে তোলার পরই খাওয়া যায়, এজন্য অতিরিক্ত কীটনাশক না দেওয়া এবং জৈব উপায়ে উৎপাদনের পরামর্শ যাচ্ছি। এ চাষ যাতে আগামীতে আরও বাড়ে এজন্য অন্যান্য পরামর্শসহ অন্যান্য সহযোগিতা করছে কৃষি বিভাগ।
কালীবাড়ী গ্রামের কৃষক রকিব উদ্দীন বলেন, এ বছর তিন বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছি। কিন্তু আমার জমিতে মাকড় লেগেছে। মাকড় এক ধরনের পোকা। যা অনেক ছোট, খালি চোখে দেখা যায় না। এরা পাতা খেয়ে গাছ নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন কোম্পানির দামি ওষুধ দিচ্ছি, তাতেও কাজ হচ্ছে না। যে জমিতে পোকা ধরেছে সেই জমিতে ফল তেমন হচ্ছে না। এ মাকড় নিধনের সঠিক ওষুধ পাচ্ছি না। কৃষি অফিসারের কাছে চাওয়া, পোকা গাছ নষ্ট করছে- এর প্রতিকারে উপযুক্ত পদ্ধতি যেন তারা বলে দেন।