কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে চাঁদাবাজি-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে ফরিদা ইয়াসমিন নামে এক নারী এ সংবাদ সম্মেলন করেন। অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলী বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন যেসব অভিযোগ তুলেছেন, তা মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমাকে হেয়প্রতিপন্ন করতে ও ফাঁসাতে এসব করা হচ্ছে। হৃদয়কে গ্রেপ্তারের বিষয়ে কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হবে।