রোজায় বাজার মূল্য ও পণ্যের গুণমান ঠিক রাখতে শেরপুরের বাজার মনিটরিং জোরদার করেছে জেলা প্রশাসন। তিন দিনে অন্তত ৫০টি স্থানে অভিযান পরিচালনা করে কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল অভিযান চালানো হয়েছে শহরের নবীনগর কাঁচাবাজার ও রঘুনাথ বাজার ফলের দোকানগুলোতে। এ সময় দুজন ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল-আহসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বেগম। তার সঙ্গে ছিলেন কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব সরকার, ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন। রাজীব উল-আহসান জানান, ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অভিযান চলবে।