সুনামগঞ্জের মধ্যনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাজং জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। উপজেলার ঘিলাগড়া হরি মন্দির প্রাঙ্গণে সভায় রাজেন্দ্র হাজং সভাপতিত্ব করেন। আল-আমিন সালমানের সঞ্চালনায় বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং, কবি হাজং শ্রী দশরথ চন্দ্র অধিকারী, জাতীয় হাজং সংগঠনের সহসভাপতি কুমেদ হাজং ও সাবেক ইউপি সদস্য সুজিত চন্দ্র হাজং। সভায় জানানো হয়, হাজং ভাষা এ গোষ্ঠীর মানুষ নিজেদের মধ্যেই ব্যবহার করে। এ ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। হাজংরা ভাষার লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণমালা ব্যবহার করে। বাংলাদেশে বসবাসকারী হাজংদের বাংলা বর্ণমালাও ব্যবহার করতে দেখা যায়। এখানে হাজং ছেলেমেয়েরা বাংলা ভাষায়ই লেখাপড়া করে এবং অন্য সমাজের লোকজনের সঙ্গে বাংলায় কথা বলে।
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না হওয়া, চর্চা আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে হাজং ভাষা। অজিত হাজং বলেন, বসুন্ধরা শুভসংঘ হাজং ভাষা নিয়ে যে আয়োজন করেছে তা অবশ্যই প্রশংসনীয়।
আধুনিকতার ছোঁয়ায় আমাদের ভাষা, সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। হাজং ভাষা রক্ষার জোর দাবি জানাচ্ছি।