জয়পুরহাটে মায়ের কোল থেকে ছিটকে পড়ে অটোর চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক শিশু। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- জয়পুরহাট : মায়ের কোল থেকে ছিটকে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় ইসরা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জয়পুরহাট-ধামইরহাট সড়কের খনজনপুরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ইসরা জয়পুরহাট পৌর শহরের খনজনপুর মহল্লার কাবিউর হোসেনের মেয়ে। জানা যায়, নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম শিশুকন্যাকে নিয়ে খনজনপুরে রাস্তা পার হচ্ছিলেন। তখন আলুবোঝাই অটোরিকশা ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইসরাক। রাজশাহী : কাটাখালীতে গতকাল অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মিজানুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে থাকা টুটুল ও হাবিব নামে দুই বন্ধু মারা গেছেন। কুড়িগ্রাম : সদর উপজেলা ধরলা ব্রিজের পূর্ব পাড়ে ট্রলি চাপায় আবুল হোসেন ও উলিপুরে প্রকাশ চন্দ্র নামে দুজন মারা গেছেন। ঝিনাইদহ : কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদ হোসেন মারা গেছেন। সিলেট : দক্ষিণ সুরমায় ইসাক আলী (৪৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।