লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ২২ দিন পর ভারত থেকে বোল্ডার পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। দুই দেশের হাজার হাজার শ্রমিক আবার কাজে ফিরেছেন। গতকাল বুড়িমারী স্থল বন্দরের ব্যবসায়ীরা ওপারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বোল্ডার পাথর আমদানি শুরু করে। দুপুরের পর থেকে পাঁচটি ভারতীয় পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বোল্ডার পাথর আমদানি মূল্য কমানোর দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে আমদানি বন্ধ রাখেছে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে।