গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাটে সাঁওতালদের ভূমিরক্ষা ও জীবনের নিরাপত্তা দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সামাজিক সংগ্রাম পরিষদ, এএলআরডি, মানঝি পরিষদ, জনউদ্যোগ ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ব্যানারে গতকাল উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় এ সমাবেশ হয়। সভাপতিত্ব করেন গাইবান্ধা আইন কলেজের ছাত্র ব্রিটিশ সরেন। বক্তারা বলেন, ৩ জানুয়ারি রাজাবিরাটে ব্রিটিশ সরেনের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। তাদের মারধরে ব্রিটিশ সরেনের মা ফিলুমিনা হাসদা আহত হন। ওই দিন রাতেই ব্রিটিশ সরেনের বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনায় তার ভাই জুলিয়াস সরেন রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ছয়জনের নামোল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনের নামে মামলা করেন।