ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভুল্লী থানার বাস স্ট্যান্ড এলাকায় গতকাল ভোরে এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় জয়কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভুল্লী থানার কেশর বাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয় ঢাকায় চোখের চিকিৎসা শেষে হানিফ পরিবহনের বাসে ঠাকুরগাঁও টার্মিনালে নামেন। সেখান থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় তারা।
ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন জানান, জয়ের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখমের কারণে কয়েকটি সেলাই দিতে হয়েছে। তিনি ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। জয়ের বন্ধু রাকিব বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে আন্দোলনে ছিল জয়। তার শরীরে প্রায় ২৭টি গুলির চিহ্ন রয়েছে। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।