গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিসুর রহমান (৪০) নামে পুলিশের উপপরিদর্শক (এএসআই)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর পলাশবাড়ী থানায় কর্মরত আছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা এলাকার আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেল তল্লাশি করে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওসি বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে।