নরসিংদীর শিবপুরে কবির আহমেদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া এলাকার ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কবির জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে। তিনি শিবপুর থানা সংলগ্ন মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। পরিবার জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। পরদিন স্থানীয় একটি ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওসি আফজাল হোসাইন জানান, তার গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।