কুষ্টিয়ার ভেড়ামারার চড়দামুকদিয়া গ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল পুলিশ গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় স্ত্রীর এবং ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ উদ্ধার করে। তারা হলেন- ফরিদুল ইসলাম (৭৪) রাবিয়া খাতুন (৫৫)। ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ২০২৩ সাল থেকে তারা ভেড়ামারার চরদামুকদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে দেন। সকাল ১০টার দিকে রাবিয়ার ছোট ছেলে শরিফুল তাদের ডাকলে সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ফরিদুল ইসলাম ঘরের চালার বাঁশের সঙ্গে ঝুলছে। পরে তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, ধারণা করছি স্ত্রীকে আঘাত ও ফাঁস দিয়ে হত্যার পর রফিকুল নিজে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য দুটি লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।