‘দেশ হোক সব প্রাণের নিরাপদ আবাসস্থল’- এ স্লোগান সামনে রেখে কক্সবাজারে ক্ষুধার্ত ঘোড়ার জন্য সুষম খাদ্য সরবরাহ ও অসুস্থ ঘোড়ার চিকিৎসা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজারে ঘোড়াসহ অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণীকূল নিয়ে কাজ করা এ সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষকও তিনি। সংগঠনটির একটি দল গতকাল কক্সবাজারের কলাতলীসহ সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়ার চিকিৎসা করেছে। প্রাণীকূলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি- এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ নিয়েছে। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান মিঠু, ডা. সাখাওয়াত হোসেন (প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা) ও ডা. মাহবুবুর রহমানের (ভেটেরিনারি সার্জন) সমন্বয়ে গঠিত ভেটেরিনারি মেডিকেল টিম কক্সবাজারে প্রায় ৫০টি অসুস্থ ঘোড়ার টিকিৎসা দিয়েছে। এ ছাড়া, আজ ও আগামীকাল কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়ার চিকিৎসা এবং সুষম খাদ্য দেবে সংগঠনটি। এ কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নিয়েছে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান, প্রথম ধাপ এক সপ্তাহ চললেও সরকারি অনুমতি পেলে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে। প্রসঙ্গত, আগের দিন বুধবার সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরের জন্য সুষম খাদ্য বিতরণ করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।