দিনাজপুরে আবদুর রসিদ নামে শারীরিক প্রতিবন্ধী এক ইমামের পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখার বন্ধুরা। মেয়ের বিয়েতে দুই বস্তা চাল উপহার দিয়েছেন তাঁরা। গতকাল তাঁর হাতে এ উপহার তুলে দেওয়া হয়। জানা যায়, সদর উপজেলার দপ্তরীপাড়ার আবদুর রসিদ শারীরিক প্রতিবন্ধী। মসজিদে ইমামতি করে সংসার চালান। অভাব-অনটনের সংসারে তাঁর দুই মেয়ে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু শেষ মুহূর্তে চাল জোগাড় করতে না পেরে দুশ্চিন্তায় ভেঙে পড়েন তিনি। মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত সহায়তার উদ্যোগ নেন বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখার বন্ধুরা। তাঁরা বিয়ের জন্য দুই বস্তা চাল উপহার হিসেবে আবদুর রসিদের হাতে তুলে দেন।
এ সময় বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা এমদাদুল হক মিলন, উপদেষ্টা রেজাউল করিম, সদর উপজেলা সভাপতি আসতারুল আলম, দপ্তর সম্পাদক মিলন আহাম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সদর উপজেলার সভাপতি আসতারুল আলম বলেন, ‘শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক প্ল্যাটফর্ম। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।’
ইমাম আবদুর রসিদ বলেন, ‘এ সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ আরও জাগ্রত করে। দোয়া করি বসুন্ধরা গ্রুপ এবং শুভসংঘ বন্ধুদের জন্য। তারা যেন এভাবেই সব দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারেন।’