বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘একটি ইসলামি দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যা দিচ্ছে যে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়ায় হলো আমাদের অঙ্গীকার।’ তিনি বলেন, ‘বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমস্ত সাপোর্ট দিতে আপনার এবং আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে আছে ও থাকবে। আগামীতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গ্রামে গ্রামে কাজ করার আহ্বান জানান এ্যানি গতকাল বিকালে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ্যানি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ, এ রাজনীতির মধ্যে সব ধর্ম-বর্ণ-গোত্র সবাই বাংলাদেশি।
বিএনপি কখনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ভূমিকায় এবং কর্তৃত্ববাদী আচরণে থাকেনি, যেটা শেখ হাসিনা গত ১৭ বছর করেছে। সে সময়ে যাদের দিয়ে আমার, আপনার ও সমাজের ওপর অত্যাচার নির্যাতন করেছে আজকে তাদের একটি বিশেষ ইসলামি দল সঙ্গ দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। মহিলা দলের পৌর শাখার সভাপতি সালমা আকতার রুমির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আহমেদ ফেরদৌস মানিক, রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।