বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেড় যুগ ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে ক্ষমতায় টিকে ছিল। তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণই হবে এদেশের প্রকৃত ক্ষমতার মালিক।
গতকাল দুপুরে দিনাজপুরের হিলি চারমাথা মোড় মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী প্রমুখ।