সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সব খাতের কোম্পানির শেয়ারের পতন হয়েছে। কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একদিনে ২৫৩ কোম্পানির দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৭ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৫ কোটি ৮৬ লাখ টাকার বা ১৫ শতাংশ। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টির আর দর কমেছে ২৫৩টি এবং ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় শীর্ষে ছিল এসপি সিরামিকস ও ১১ কোটি টাকার লেনদেনে তৃতীয় শীর্ষে ছিল স্কয়ার ফার্মা।
সিএসইতে দিনশেষে ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১৯টির এবং পরিবর্তন হয়নি ২১টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫২১ পয়েন্টে। আগের দিন সিএসইতে ৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।