সাপ্তাহিক ছুটির দিন থাকলেও গতকাল অফিস খোলা ছিল। অন্য কর্মদিবসের মতোই ব্যস্ততা ছিল অফিস আদালত ব্যাংক পাড়ায়। ঈদুল আজহায় লম্বা ছুটি দিতে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই অনুযায়ী গতকাল অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। আগামী শনিবারও খোলা থাকবে।
সচিবালয়ে দেখা যায়, স্বাভাবিক কাজকর্ম করছেন সবাই। ছুটির দিনে অফিস করা নিয়ে কারও মধ্যে কোনো বিরক্তি দেখা যায়নি। অন্য দিনের মতোই মনোযোগ দিয়ে কাজ করতে দেখা যায়। ব্যাংকেও স্বাভাবিক সব ধরনের লেনদেন করেছেন গ্রাহকরা। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের নিজস্ব কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রেখে ঈদের সময় টানা ১০ দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে ৫ জুন, শেষ হবে ১৪ জুন।