বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, সম্প্রতি আদালতের রায়ের মাধ্যমে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ফের ই-মানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ফরেন্সিক অডিটের সহায়তা করার অপরাধে ২৩ জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীকাল বিষয়টি সম্পর্কে আদালতে ফুল বেঞ্চের একটি হেয়ারিং রয়েছে। তার পরেই নগদের পরবর্তী করণীয় এবং নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্টভাবে জানা যাবে। এর আগে প্রতিষ্ঠানটির যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
মুখপাত্র আরও বলেন, জনগণের টাকার নিরাপত্তা দেওয়া বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। আগে প্রতিষ্ঠানটি যেনতেনভাবে চলেছে। এজন্য সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিল। এখন আদালতের আদেশের কারণে সেই দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। আমরা সেই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছি। আশা করি, জনগণের টাকার নিরাপত্তা দিতে বাংলাদেশ ব্যাংক আবার দায়িত্ব ফিরে পাবে।