জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সোনার বাংলাদেশ গড়তে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। স্বৈরাচার যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। এ সময় তিনি জামায়াত কর্মীদের ধৈর্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার সঙ্গে সব অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আয়োজনে দলের ১০০ ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারির দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন। মাওলানা এ টি এম মাছুম আরও বলেন, ‘আমরা একটা কল্যাণমূলক সমাজ চাই। যে সমাজ পরিচালিত হবে যোগ্যতা, সততা ও দক্ষতার সমন্বয়ে আল্লাহভীরু মানুষ দ্বারা।’ তিনি জামায়াতের প্রতিটি কর্মীকে বাংলাদেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলস পরিশ্রম এবং সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। জেলা সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্যরা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, দেওয়ান নকিবুল হুদা, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।