বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বরিশালের সংবাদপত্র এজেন্ট হারুন অর রশিদের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ২০২১ সালের ১৮ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনায় মসজিদে দোয়া-মোনাজাতসহ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমের মেয়ে তানজিদ রশিদ তন্নী ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সবার কাছে দোয়া চেয়েছেন। হারুন অর রশিদ মৃত্যু পর্যন্ত সংবাদপত্র শিল্পের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করে গেছেন।