‘ঘরে সোনা রাখলে সন্তান হবে না’ এমন কুসংস্কার ছড়িয়ে সোনা হাতিয়ে নিত একটি চক্র। তারা মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপন দেখে নিঃসন্তান কোনো নারী যোগাযোগ করলে তাকে এমন কুসংস্কারমূলক কথা বলে সোনা হাতিয়ে নিত। অনলাইনে অভিনব কৌশলে এমন প্রতারণা করা ‘তদবিরে রুকাইয়া’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
তারা হলেন- আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা। তাদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণালংকার, কপারযুক্ত ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত শুক্রবার ঢাকার মোহাম্মদপুরের বছিলা ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, নিউমার্কেটের আফরোজা বেগম ফেসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারকরা ভিকটিমকে জানায়, তার ঘরে বা ব্যবহৃত কোনো সোনা থাকলে বাচ্চা হবে না। সেই কথা বিশ্বাস করে ভিকটিম প্রতারকদের কাছে তার ব্যবহৃত ১৫ ভরি সোনা ও ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম এসএ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেন। কিন্তু সোনা ও মালামাল হাতে পেয়েই প্রতারকরা ওই নারীকে ব্লক করে দেয়। এ ঘটনায় আফরোজা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির নিউমার্কেট থানার এসআই ফিরোজ আহম্মেদ বলেন, প্রথমে চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
তারা সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সদস্য। তারা মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে বাচ্চা না হওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার নামে প্রতারণা করে জব্দকৃত বিপুল পরিমাণ সোনা ও অর্থ সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।