বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কবে সরকার সংস্কার সম্পন্ন করবে আর নির্বাচন কমিশন (ইসি) কখন তফসিল ঘোষণা করবে, সেটা জাতি জানতে চায়। সংস্কার তো ৪০০ বছরের পুরোনো বট গাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মতো এগিয়ে চলে। গতকাল বিকালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খেলা উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, যুগে যুগে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কার করতে হয়। সংস্কার কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কবে সংস্কার সম্পন্ন হবে আর কখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, সেটা জাতি জানতে চায়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যে কাজগুলো আটকে আছে, সেগুলো নির্বাচিত সরকার থাকলে সহজেই করতে পারত। শেয়ারবাজারের নাজুক অবস্থা, নিত্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে। কোরবানির আগেই মসলার দাম বেড়ে গেছে। জবাবদিহিমূলক কাজগুলো নির্বাচিত সরকার করতে পারত।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।