অন্তর্র্বর্তী সরকারের কাছে আগামী রবিবার সংস্কার প্রস্তাবনা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিষয়টি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। এর আগে ইইউয়ের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সবাই ধরেই নিয়েছে, ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে অনেকেই বলছেন ডিসেম্বর অনেক দেরিতে। কিন্তু তার পরও ডিসেম্বর ‘কাট অব টাইম’ হিসেবে ধরে নেওয়া হয়েছে। সবার ধারণা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৭ বছর সংগ্রাম করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন।’