আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে শেয়ারবাজারে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন, উভয় ক্ষেত্রেই পতন হয়েছে।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক কমেছিল ৪ পয়েন্ট। এখানে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের মধ্যে ২২১টির দর কমেছে। বেড়েছে ৯৭টির এবং ৭৮টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৪৪৮ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৮১ লাখ টাকার বা ১৩ শতাংশ। লেনদেনের শীর্ষে ছিল এসপি সিরামিকস। কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। ২১ কোটি টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় শীর্ষে ছিল স্কয়ার ফার্মা এবং ১৪ কোটির টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রি।
অন্যদিকে সিএসইতে ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেডছে ৬৯টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২১টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪, ৫৫৭ পয়েন্টে। আগের দিন সিএসইতে ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই বেড়েছিল ৮ পয়েন্ট।