আরাকান আর্মির কাছে আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। গতকাল বিকালে বিজিবির আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির কাছে আটক ২৬ জেলেকে দেশে ফিরে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আরাকান আর্মির জব্দ করা একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। দেশে ফিরেয়ে আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।