অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. সলিমুল্লাহ। বিআইডব্লিউটিসির কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে বরণ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। মো. সলিমুল্লাহ ১৯৯৫ সালে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ সহকারী কমিশনার হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে রাজশাহী বিভাগের কমিশনার কার্যালয়ে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট কোর্সসহ অন্যান্য কোর্স সম্পন্ন করেন। দক্ষতা বৃদ্ধির জন্য থাইল্যান্ড, চীন, ভারত, জাপান, মালয়েশিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদে ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি