বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই কলেজের ছাত্র ও তার বাবা-মাকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলার বিবাদী মাইনুল ইসলাম শাওন বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার বাসিন্দা ফরিদ খন্দকারের ছেলে।
একই কলেজে পড়াশোনায় পরিচয় হলে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। পরে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করে।