জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। এ ঘটনায় ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন হামলায় আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় ভাটারা থানার ওসি মামলা নেননি। তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গত বুধবারের ঘটনায় ছাত্রদলের কয়েক নেতা উপস্থিত ছিলেন। এদের মধ্যে আহমেদ শাকিল ও মাসরুর হামলা করে। শাকিল আমাকে ছুরিকাঘাত করে এবং মাসরুর মাথায় কামড় দেয়। তিনি বলেন, মাসরুর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। সে নিজেকে ছাত্রদলের সদস্য দাবি করে। শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। সে ছাত্রদলের কমিটিতে আছে বলে জেনেছি।
শাকিল ও মাসরুরকে আমি কোনো রাজনৈতিক দলের নেতা মনে করি না। তারা সন্ত্রাসী। তাদের হামলায় আমার শরীরে ১৩টির মতো সেলাই লেগেছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী বলেন, গতকাল ভাটারা থানায় আমার শুভাকাক্সক্ষীরা যখন মামলা করতে গিয়েছিল তখন সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল। সে বলেছিল, এমন মামলা তার নামে অনেক হয়েছে। এতে তার কিছু যায় আসে না।
পরে ভাটারা থানার ওসি আমার শুভাকাক্সক্ষীদের মামলা নেননি। থানা থেকে বলা হয়েছে, তাদের ওপর থেকে নির্দেশ আছে, যে কারণে মামলা নিতে পারবে না। আমি মনে করি ছাত্রলীগ এখন না থাকলেও তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে ঝামেলা করার চেষ্টা করছে।