রাজধানীর ভাটারায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত ফরিদুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৬ ফেব্রুয়ারি তিনি দুর্ঘটনার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেকে তার ভাই লিটন বলেন, আমার ভাই পেশায় একজন রডমিস্ত্রি। ২৬ ফেব্রুয়ারি একটি নির্মাণাধীন ভবনের একতলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান।