রাজশাহীতে বারনই নদী থেকে আলতাফ হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলতাফ বাগসারার নওদাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। গতকাল সকাল ১০টার দিকে পবা উপজেলার বাগসারা এলাকার বারনই নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সকালে আলতাফের লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বারনই নদী থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।