সংস্কৃতি মন্ত্রণালয়ের অসহযোগিতা, অযাচিত হস্তক্ষেপ ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর প্রতি অভিযোগের তির ছুড়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘মুনীর চৌধুরী নাট্যোৎসব’-এর সমাপনীতে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি বলেন, ‘সব ধরনের লোভের ঊর্ধ্বে থেকে শিল্পকলা একাডেমির মাধ্যমে সারা দেশে শিল্পচর্চা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি ০.৫ শতাংশ বাজেট অর্থাৎ ১৬৫ কোটি টাকা চেয়েছিলাম। কিন্তু সেরকম সহযোগিতা অর্থ মন্ত্রণালয় থেকে পাচ্ছি না।’ সৈয়দ জামিল আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফেসবুক পোস্টে ফারুকী বলেন, ‘সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি। এখনো আমি তাঁকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি। কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্স নিয়ে প্রতিষ্ঠান চালানো দুটো দুই রকম আর্ট।’