চট্টগ্রামের বইমেলায় আশানুরূপ দর্শক-পাঠক-লেখকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এটা নিয়ে প্রকাশক-আয়োজকদের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়। কিন্তু উপস্থিত পাঠক-দর্শকের বিপরীতে বই বিক্রির অবস্থাটা ব্যাপক হতাশাজনক। অনেক প্রকাশকই বই বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ফলে এবারের বইমেলা নিয়ে চট্টগ্রামের প্রকাশকদের মধ্যে আশা-নিরাশার দোলাচল ভর করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবং চট্টগাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় নগরের জিমনেসিয়াম মাঠে গত ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। তবে গত ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও দুই দিন বাড়িয়ে গতকাল মেলা শেষ হয়। জানা যায়, এবার চট্টগ্রামের ৭৩টি প্রকাশনী সংস্থা থেকে বিষয়-বৈচিত্র্যের প্রায় ৪ হাজার নতুন বই বের হয়েছে। প্রায় ১ লাখ বর্গফুটের মাঠজুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার ৪৪টি। একাধিক প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলে জানা যায়, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে মেলায়। করোনার আগে-পরের বছরেও এত খারাপ অবস্থা হয়নি। এবার অনেক দর্শক-পাঠক মেলায় এসেছেন। কিন্তু বই কিনছেন খুবই কম সংখ্যক দর্শক। বলা যায়, বইমেলায় আগত দর্শকদের মধ্যে মাত্র ১০ শতাংশই বই কিনছেন। চট্টগ্রামের প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন বলেন, নানা কারণে এবার মেলায় বই বিক্রি কমই হয়েছে। আমি নিজেও লোকসান মাথায় নিয়ে মেলা শেষ করছি। আমার অন্তত ৩ লাখ টাকা লোকসান হবে। অধিকাংশ প্রকাশকেরই এমন অবস্থা। শিশু প্রকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী আরিফ রায়হান বলেন, বইমেলাকে কেন্দ্র করে অনেক বই প্রকাশ করা হয়। কিন্তু এবার আশানুরূপ বিক্রি হয়নি। তবে আমরা আশা করছি, আগামীতে আরও সমৃদ্ধ মেলা হবে। বাড়বে বিকিনিকি। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু বলেন, মেলায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন। কিন্তু দর্শকের তুলনায় বই বিক্রি কম ছিল। তবুও আমরা হতাশ নই। এবার সবাই মিলে প্রায় ২ কোটি টাকার বই বিক্রি করেছেন বলে মনে করি।
শিরোনাম
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৭ সপ্তাহ মাঠের বাইরে হালান্ড, দুঃশ্চিন্তায় সিটি
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
আশানিরাশা নিয়ে চট্টগ্রাম বইমেলা সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর