রাজধানীর রামপুরায় বেপরোয়া বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বিকালের এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রমজান পরিবহন নামের বাসটি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, বাসটির চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে।
এদিকে রাজধানীর বনানী থানার সৈনিক ক্লাবের সামনে ট্রেনের ধাক্কায় আবদুল হান্নান শেখ (৫৩) নামে এক পিভিসি সাইনবোর্ড ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকার গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন এক মেয়ের জনক হান্নান। কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা স্কুল থেকে ফেরার পথে দেখতে পান রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীরা নিহত হান্নানের সঙ্গে থাকা মোবাইলফোনের মাধ্যমে তার পরিবারকে খবর দেয়। এ ছাড়া, গতকাল দুপুরে বাড্ডা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. জাহাঙ্গীর হাওলাদার (৫৫) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার সহকর্মী রুস্তম সোহরাব বলেন, মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পাঁচ তলা ভবনের ছাদে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে আহত হন। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর গোফখালিতে।