শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ। প্রথমবারের মতো দেশের পাঁচ বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোর) এ পরীক্ষা হবে। এতে এ ও বি ইউনিটে অংশ নেবেন ৮৬ হাজার ৪১৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) এবং বিকাল ৩টায় এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।