নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আহ্বায়ক কমিটি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারি সমন্বয়কদের উদ্যোগে গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে আছেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের, সদস্যসচিব মহির আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাইম আবেদীনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বুধবার কমিটিতে পদ পাওয়া নিয়ে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তখন পাল্টাপাল্টি স্লোগান ও মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনা পরিকল্পিত ছিল কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে সদস্য থাকার বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কমিটিতে থাকার সময়সীমা ভর্তি হওয়ার পর থেকে ৭ বছর পর্যন্ত বা একাডেমিক বয়সসীমা পর্যন্ত।
গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন রিফাত রশীদ। তার স্থানে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাসনুন।
রাবি সম্বয়কদের পতদ্যাগের ঘোষণা : গণতান্ত্রিক ছাত্র সংসদ’র নব ঘোষিত কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুজন সমন্বয়ক। গতকাল নিজেদের ফেসবুকে তারা এ ঘোষণা দেন। পদত্যাগ করা দুই সমন্বয়ক হলেন যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। সজীব বলেন, নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদি মনোভাবের যে উত্থান লক্ষ্য করছি সেই প্রতিবাদেই এ সিদ্ধান্ত নিয়েছি।