রাজধানীর কদমতলিতে ছুরিকাঘাতে আহত গার্মেন্টস কর্মী রিতা আক্তার জান্নাত (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জান্নাত স্থানীয় একটি গার্মেন্টসের ড্রাইং অ্যান্ড প্রিন্টিং ইউনিটে কাজ করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
এর আগে, গত রবিবার সকাল পৌনে ৮টার দিকে অফিসে যাওয়ার পথে জুরাইন গ্যাস পাইপ এলাকায় মুড়িভর্তার দোকানের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
দুলাভাই জাহিদ মৃধা জানান, ‘জান্নাতের আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল। পরে সে বাপ্পি নামে এক শ্রমিককে বিয়ে করে। হত্যাকারীও জান্নাতকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাজি না হওয়ায় এ হামলা চালায়।’
তিনি আরও জানান, স্থানীয়রা হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
নিহত জান্নাতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কলতা গ্রামে। তিনি চার বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন এবং কদমতলির জুরাইন আলম মার্কেট এলাকায় বসবাস করতেন।