বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে থাকা সবজির দামে এই সপ্তাহে কিছুটা নরমভাব দেখা গেছে। রাজধানীর মানিকদী, ইসিবি চত্তর, মিরপুর ও কালশীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কিছুটা হলেও কমেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে; শীত শুরু হলে সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমে আসবে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ ৮০ টাকায়, বরবটি ৮০ টাকায়, চিচিঙ্গা ৪০ থেকে ৮০ টাকায় (বাজারভেদে), ঝিঙে ৬০ টাকায়, ধন্দুল ৫০ টাকায় এবং বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পটল ৬০ টাকা, শিম ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা (হালি) ৩০ টাকা, লাউ (প্রতি পিস) ৫০ টাকা, ফুলকপি (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কচু ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দাম এখনও তুলনামূলক বেশি—প্রতি কেজি ১৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে, গাজর ১০০ টাকায়, আর আলু ২০ টাকায়। আর শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, “গত চার মাস ধরে সবজির দাম খুবই বেশি ছিল, এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। আগে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না, এখন বেশিরভাগই ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।”
দাম কিছুটা কমায় অনেকে একসঙ্গে বেশি পরিমাণে সবজি কিনছেন অনেকেই। বিক্রেতারাও বলছেন, আগের মতো বিক্রি এখন আর মন্থর নয়, ধীরে ধীরে বাজারে প্রাণ ফিরছে।
বিডি প্রতিদিন/আশিক